আগামী ৫ বছরের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বুধবার জলসম্পদ ভবনে প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠক শেষে বেরিয়েই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হওয়ার ডেডলাইন জানিয়ে দিলেন তৃণমূলের তারকা সাংসদ দেব। আগামী পাঁচ বছরের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে বলে দাবি দেবের।কেন্দ্র- রাজ্য' দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারি মাসের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ শুরু হবে। সোমবার দুপুরে সল্টলেকে জনসম্পদ ভবনে সেচ দপ্তরে মিটিং করেন রাজ্যের শেষ মন্ত্রী পার্থ ভৌমিক এবং ঘাটালের এমপি দীপক অধিকারী । মিটিং শেষে দীপক অধিকারী জানান,' ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ করতে সবথেকে আগে দরকার ঘাটালের মানুষের সহযোগিতা।'ঘাটাল থেকে তিন বার সাংসদ হওয়া দেব জানালেন, ‘ছয় মাসের মধ্যে প্ল্যান তৈরি হয়ে যাবে। আট মাসের মধ্যে টেন্ডার ডাকা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে কনস্ট্রাকশনের কাজ শুরু করা যাবে বলে আশা করছি।