ঘাটালে ভোটের ৪৮ ঘণ্টা আগে টুইট যুদ্ধে শুভেন্দু অধিকারী ও দেব!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : টুইট যুদ্ধে শুভেন্দু অধিকারী ও দেব।এই পাতাগুলি পোস্টের উপর ‘দেবের কীর্তি’ বলে ক্যাপশনও দিয়েছেন দাপুটে বিজেপি নেতা। তিনি পুরো বিষয়টি খোলসা না করলেও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরো বিষয়টি জানিয়েছেন খোদ সাংসদ দেব-ই। সঙ্গে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা-সাংসদের দাবি, আড়াই বছর থেকে চেপে থাকা কষ্ট আজ লাঘব হল। তবে তদন্তকারী সংস্থাকে দেওয়া তথ্য বিজেপি নেতা কীভাবে পেলেন, তা নিয়ে প্রশ্নও তুলেছেন দেব।এক্স হ্যান্ডেলে শুভেন্দু তিনটি পাতা পোস্ট করেন। প্রথমটি একটি ব্যাঙ্কের লেনদেন ছবি। দেখা যাচ্ছে, আরণ্যক ট্রেডার্স থেকে কাউকে দুদফায় ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর একটি ডায়েরির পাতার ছবি পোস্ট করা হয়েছে। লেখা রয়েছে, দেব মোবাইল ৭২ হাজার টাকা। দেব ঘড়ি ৪ লক্ষ ৬০ হাজার টাকা।এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ঘাটালের সাংসদ-অভিনেতা দেব। দেব বলেন, “শুভেন্দুদার পোস্টটা দেখে কাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। হিরণকে নাকি শুভেন্দুদাকে। আমি হিরণকে দিয়েই শুরু করি। আড়াই বছর ধরে মনের মধ্যে অনেক কথা জমে ছিল। কোনও এজেন্সি নিয়ে যখন তদন্ত হয়, তখন সেই তদন্ত নিয়ে বেশি কথা বলা যায় না। আমি খুব আশ্চর্য হলাম এই যে ইডি-সিবিআই কাছে যে তথ্যপ্রমাণগুলো ছিল, সেটা শুভেন্দু অধিকারীর তাথে কেন এবং কীভাবে এল। এটা শুধুই ইডি বা সিবিআইয়ের কাছে থাকা উচিত। কিংবা হোম মিনিস্ট্রির কাছে থাকা উচিত, বা কোর্টের কাছে থাকা উচিত। এই চারজনের বাইরে আমার মনে হয় এই তথ্য আরও কাছে যাওয়া উচিত। এগুলো খুবই গোপন নথি।” দেব আরও বলেন, ”এর থেকে বোঝা যায়, শুভেন্দু অধিকারীর কাছে সোর্স রয়েছে। তাছাড়া, আমি আগেও বলেছি, যে টাকাটা আমি নিয়েছিলাম, সেটা আমি ফিরিয়েও দিয়েছি। সেই তথ্যও আমি সোশাল মিডিয়ায় আপলোড করব।”আর হিরণ চট্টোপাধ্যায়কেও ছাড়েননি দেব। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সে কথা লিখেছেন দেব। তবে এবার প্রশ্ন তুলে দিয়েছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। এক্স হ্যান্ডেলে আরও দেব লেখেন, ‘‌তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আর একটা কথা আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়।’‌ হিরণ গরু চোর কিনা সেটা জিজ্ঞাসা করেছেন দেব। আর শুভেন্দু–হিরণকে শুভেচ্ছা জানিয়ে দেবের হুঁশিয়ারি, তাঁর ভদ্রতা দুর্বলতা নয়। অর্থাৎ দেব যে বেড়ে খেলতে পারেন সেটা বুঝিয়ে দিয়েছেন।