শুরু হল ঘাটাল উৎসব ও শিশু মেলা ২০২৫!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ১৬-ই জানুয়ারী শুরু হল ঘাটাল উৎসব ও শিশু মেলা ৷ বৃহস্পতিবার মহাসমারোহে পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন অভিনেতা ও ঘাটাল সংসদ দীপক অধিকারী(দেব)৷উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি,মন্ত্রী শিউলি সাহা,সাংসদ প্রতিনিধি রাম মান্না,পৌর প্রধান তুহিন কান্তি বেরা,ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার, সহকারি সভাপতি বিকাশ কর, জেলা পরিষদ সদস্য শংকর দলুই,ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস,গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) সহ একাধিক জনপ্রতিনিধি এবং প্রশাসনের আধিকারিকরা। বর্ণাঢ্য শোভাযাত্রা, কুচকাওয়াজ এবং মূল মঞ্চে প্রদীপ প্রজ্বলন, পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন হল । অরবিন্দ স্টেডিয়ামে ১০ দিন ধরে চলবে এই মেলা । বিভিন্ন সামগ্রীর দোকানের পাশাপাশি মেলায় কৃষি ও চিত্র প্রদর্শনীর স্টলও থাকছে । এছাড়াও মেলা চলাকালীন প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সান্ধ্যকালীন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ যেখানে হাজির থাকবেন নামী শিল্পীরা ।