অভিনেতা জিৎ "পুষ্পা ২" দেখে মুগ্ধ, কি পাল্টা উত্তর দিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন!
নিজস্ব সংবাদাতা : বক্স অফিসে আপডেটে বলা হয়েছে যে পুষ্পা ২ প্রথম মঙ্গলবারের আয় যোগ করে বক্স অফিসে ৬৪৫ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলার সুপারস্টার জিৎ সম্প্রতিই পুষ্পা ২ দেখে তাঁর নিজস্ব প্রতিক্রিয়া শেয়ার করে নেন এক্স হ্যান্ডেলে। আর সেটার জবাবাও দেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। যা বাংলার মানুষের মন জয় করে নিমেষে। জিৎ পুষ্পা ২ নিয়ে লেখেন, ‘পুষ্পা ২’ দেখলাম। আমি সত্যিই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ছবিতে প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। অল্লু অর্জুন আরও একবার প্রমাণ করে দিলেন, দেশে তিনিই সেরা।’অল্লু অর্জুন লেখেন, “জিৎ গারু (বাংলায় যার অর্থ দাদা)!! অসংখ্য ধন্যবাদ আপনাকে এত প্রশংসা করার জন্য। আমি সত্যিই খুব খুশি যে আপনার ছবিটা এত ভাল লেগেছে। আপনার ভালবাসা পেয়ে আমি ধন্য।” বিগত পাঁচদিন ধরে একাধিক রেকর্ড তৈরি করার পর 6 দিনের মাথায় "পুষ্পা ২" ঢুকে গিয়েছে ১০০০ কোটির ক্লাবে ৷