আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ঘোষণা করলো ভারত!
নিজস্ব সংবাদদাতা :১০ই অক্টোবর শুক্রবার আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পরে এ ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আফগানিস্তানের ঘনিষ্ঠ বন্ধু ভারত।' এভাবেই সন্ত্রাসদমনে নয়া দিল্লি-কাবুলের একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ঘটনাচক্রে, তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফর চলাকালীনই কাবুলে হামলা করেছে পাকিস্তান। এমনটাই খবর সূত্রের। এর আগে পাক সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।তালিবান বিদেশমন্ত্রীর উপর রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি পাওয়ার পরই ভারত সফর সম্ভব হয়েছে আমিরের। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এটাই তালিবান সরকারের সর্বোচ্চপদস্থ নেতার প্রথম নয়া দিল্লি সফর। শুক্রবার তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। সেখানে ভারতের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বৈঠক আমির খান মুত্তাকি বলেন, 'আফগানিস্তানে সাম্প্রতিক ভূমিকম্পে, ভারতই প্রথম সাড়া দিয়েছিল। আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে।