উচ্চ মাধ্যমিক এর পর 'সমাজতত্ত্ব এবং সমাজকর্ম' বিষয় নিয়ে পড়ার ক্যারিয়ার - জয়দেব বেরা
শিক্ষাক্ষেত্রে মূলত তিনটি বিভাগ নিয়ে পড়াশোনা করা হয় –
(১) বিজ্ঞান বিভাগ, (২) কলা বিভাগ এবং (৩) বাণিজ্য বিভাগ।
এই বিভাগ গুলির আবার অন্যান্য শাখা রয়েছে। ছাত্র-ছাত্রীদেরকে এই তিনটি বিভাগের মধ্যে থেকে যেকোনো একটি বিভাগ নির্বাচন করে উচ্চশিক্ষা অর্জন করতে হয়। আমার আলোচনার প্রসঙ্গ হল কলা বিভাগ বা আর্টস বিভাগ নিয়ে। এই কলা বিভাগের অন্তর্ভুক্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল - 'সমাজতত্ত্ব(Sociology)' এবং 'সমাজকর্ম (Social Work)'। এই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র ও স্ব-বৈশিষ্ট্যের অধিকারী। এই দুটি বিষয় সামাজিক বিজ্ঞানের (Social Science) আওতায় অন্তর্ভুক্ত হয়ে থাকে। সমাজতত্ত্ব (Sociology) ও সমাজকর্ম (Social Work) বিষয় দুটি সম্পূর্ণ স্বতন্ত্র হলেও দুটি বিষয়ের মধ্যে আলোচনাগত ও পেশাগত দিক থেকে এক নিবিড় যোগসূত্র বর্তমান। সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব কে যদি ‛যমজ বোন’ হিসাবে মনে করা হয় (ক্রোয়েবার এর মতে) ; তাহলে সমাজতত্ত্ব ও সমাজকর্মকে আমি মনে করি ‛যমজ ভাই’ হিসাবে। যাইহোক, এবার মূল আলোচনায় আসা যাক, ছাত্র-ছাত্রীরা কিভাবে এই দুটি বিষয় নিয়ে পড়াশোনা করবে এবং কিভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে তা নিয়ে তারা প্রায়শই এক হতাশায় ভোগে বা তাদের মনের মধ্যে এক অন্তদ্বন্দ্ব কাজ করে চলে।তাই ছাত্র-ছাত্রীরা যাতে সমাজতত্ত্ব ও সমাজকর্ম বিষয়ে পড়াশোনা এবং ক্যারিয়ার নিয়ে হতাশায় না ভোগে এবং কিভাবে তারা এই দুটি বিষয় নিয়ে কিংবা একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারবে তার জন্যই আমার এই আলোচনা। বর্তমানে এই দুটি বিষয় নিয়ে পড়াশোনা করলে বিভিন্ন ধরনের সরকারী-বেসরকারী পেশার সঙ্গে খুব সহজেই যুক্ত হওয়া যায়। তার আগে জানতে হবে কীভাবে এই দুটি বিষয়ে ডিগ্রী অর্জন করা যায়।
● কীভাবে এই দুটি বিষয়ে ডিগ্রী অর্জন করা যায় :-
●ক) সমাজতত্ত্ব (Sociology) :- সমাজতত্ত্ব(Sociology) বিষয়টিকে নিয়ে বর্তমানে স্কুলস্তর থেকে পড়াশোনা করা যায়। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণি থেকে এই বিষয়ের উপর প্রথম পড়াশোনা শুরু হয়ে থাকে। যেসকল ছাত্র-ছাত্রীর উচ্চ মাধ্যমিক স্তরে সমাজতত্ত্ব বিষয়টি রয়েছে তারা এবং যেসকল ছাত্র-ছাত্রীর উচ্চ মাধ্যমিক স্তরে এই বিষয়টি নেই তারাও H.S. এর পর এই সমাজতত্ত্ব বিষয়টি নিয়ে কলেজ স্তরে (B.A. Sociology) ভর্তি হতে পারবে বা ডিগ্রী অর্জন করতে পারবে। এবং এই B.A. পাশের পর ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা M.A. Sociology তে ভর্তি হতে পারবে। তারপরে ছাত্র-ছাত্রীরা এই বিষয়ের উপর গবেষণাও করতে পারবে। অর্থাৎ Ph.D বা M.Phil ডিগ্রী অর্জন করতে পারবে। এই বিষয়ের উপর গবেষণা করার বহু সুযোগও রয়েছে। ছাত্র-ছাত্রীদেরকে ন্যূনতম এই বিষয়ে M.A. পাশ করা বাঞ্চনীয়। তাহলে খুব সহজেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হওয়া যায়। এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হয়ে থাকে। যথা -- দিল্লী বিশ্ববিদ্যালয়, JNU, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বোম্বাই বিশ্ববিদ্যালয়, লক্ষ্মৌ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়। এছাড়াও সমাজতত্ত্বের বিভিন্ন শাখাকে নিয়ে ডিপ্লোমা এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রীও অর্জন করা যায়। এই বিষয়টিকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিসট্যান্সেও(Distance) পড়াশোনা করা যায়। এক্ষেত্রে আন্নামালাই বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (IGNOU), নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (NSOU) প্রভৃতি সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা বলা যায়।
●খ) সমাজকর্ম (Social Work) :-সমাজকর্ম (Social Work) বিষয়টিকে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্কুল স্তরে সেভাবে পড়াশোনা চালু হয়নি। তাই ছাত্র-ছাত্রীরা মূলত কলেজ স্তর থেকেই এই সমাজকর্ম বিষয়টিকে নিয়ে প্রথম পড়াশোনা শুরু করে থাকে। কলেজ স্তরে সমাজকর্ম বা Social Work নিয়ে যেকোন উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীই পড়াশোনা করতে পারবে। মূলত সামাজিক বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরাই কলেজ স্তরে Social Work নিয়ে পড়াশোনা করে থাকে। কলেজ স্তরে Social Work কে বলা হয় BSW (Bachelor of Social Work)। BSW নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে পড়াশোনা করা হয়ে থাকে। BSW ডিগ্রী অর্জন করার পর ছাত্র-ছাত্রীরা Social Work নিয়ে M.A. করতে পারবে। Social Work এর উপর M.A পাশ করাকে বলা হয় MSW (Master of Social Work)। BSW এর ছাত্র-ছাত্রীরা ছাড়াও অন্যান্য সামাজিক বিজ্ঞানের স্নাতক স্তরের (অনার্স ও পাশ) ছাত্র-ছাত্রীরাও এই MSW কোর্সটি করতে পারবে। এক্ষেত্রে মূলত সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, মনোবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস প্রভৃতি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। MSW করার পর Social Work এর ছাত্র-ছাত্রীরা গবেষণাও করতে পারবে। অর্থাৎ তারা Social Work এর উপর M.Phil এবং Ph.D প্রভৃতি ডিগ্রী অর্জন করতে পারবে। Social Work এর ছাত্র-ছাত্রীদেরকে ন্যূনতম MSW করা বাঞ্চনীয়। তাহলে খুব সহজে বিভিন্ন সরকারী-বেসরকারী পেশার সঙ্গে যুক্ত হতে পারবে। BSW/MSW মূলত একটি পেশাদারী কোর্স। এছাড়াও Social Work এর উপর ডিপ্লোমা এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করা হয়ে থাকে; যাকে বলা হয় DSW (Diploma in Social Work বা PGDSW (Post Graduate Diploma in Social Work)। যেসমস্ত বিশ্ববিদ্যালয়ে Social Work পড়ানো হয়ে থাকে সেগুলির নাম হল -- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আন্নামালাই বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লী বিশ্ববিদ্যালয়, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স প্রভৃতি সহ আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়।
● দুটি বিষয়ে কী কী চাকরি পাওয়ার সুযোগ রয়েছে :-
সমাজতত্ত্ব ও সমাজকর্ম এই দুটি বিষয়ের মধ্যে পেশাগত দিক দিয়ে অনেকাংশে সাদৃশ্য লক্ষ করা যায়। Sociology এবং Social Work নিয়ে M.A. পাশ করলে বিভিন্ন সরকারী ও বেসরকারী স্তরের পেশার সঙ্গে যুক্ত হওয়া যায়। Sociology এবং Social Work এর ছাত্র-ছাত্রীরা যেসমস্ত পেশাগুলির সাথে যুক্ত হতে পারবে সেগুলি হল--
●শিক্ষাক্ষেত্রে :- Sociology নিয়ে M.A. পাশ করার পর যদি B.Ed করা থাকে তাহলে উক্ত বিষয়ে ছাত্র-ছাত্রীরা কেন্দ্রীয় ও রাজ্য বিদ্যালয়ের শিক্ষক হতে পারবে।তবে স্কুল স্তরে Social Work পাঠ্যক্রম এখনো চালু হয়নি।এছাড়াও Social Work এবং Sociology এর উপর যদি উচ্চশিক্ষা থাকে ( M.A., M.Phil, Ph.D., NET/SET) তাহলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হতে পারবে এবং গবেষক পদেও নিযুক্ত হতে পারবে।Sociology নিয়ে উচ্চ শিক্ষা সম্পন্ন করলে জেনারেল কলেজ এর পাশাপাশি মেডিক্যাল/নার্সিং এবং ইঞ্জিনিয়ারিং , আইনি(Law) কলেজেও অধ্যাপক হওয়া যায়।এর পাশাপাশি Sociology পড়াশোনা করে WBCS , UPSC এর মত প্রথম সারির বিভিন্ন সিভিল সার্ভিস এর পরীক্ষা গুলোও দেওয়া যায়।
●স্বাস্থ্য ক্ষেত্রে :- Sociology এবং Social Work এর ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ক্ষেত্রে চাকরী করার বহু সুযোগ রয়েছে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে(NGO) যে সুযোগ গুলি রয়েছে সেগুলি হল -- ICTC Counselor, ICTC Supervisor, Consultant Youth Affairs, STI Counselor, Blood Bank Counselor, ART Counselor, Community Care Co-Ordinator, NCD Clinic Counselor, Hospital Counselor, Psychiatric Social Worker, Medical Social Worker প্রভৃতি পেশা। এছাড়াও NACO (National AIDS Control Organization) তে বিভিন্ন পদে যুক্ত হওয়া যায়। এছাড়াও আরও অন্যান্য স্বাস্থ্য প্রকল্পে যুক্ত হওয়া যেতে পারে। এই পেশাগুলিতে যুক্ত হতে হলে Sociology এবং Social Work এ মূলত M.A. এবং M.Phil পাশ করতে হবে। যদিও এই পেশায় নিযুক্ত হতে Social Work (BSW/MSW) এর ছাত্র-ছাত্রীদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে।তুবুও এর পাশাপাশি Sociology এর ছাত্র-ছাত্রীরাও খুব সহজে এই সুযোগ পেয়ে থাকে।
●পুষ্টি ক্ষেত্রে:- Sociology এবং Social work এর ছাত্ৰ-ছাত্রীরা পুষ্টি ক্ষেত্রে যে সমস্ত চাকরীর সুযোগ -সুবিধা পেয়ে থাকে সে গুলি হল- ICDS Supervisor, Counselor of NRC, Social worker, ASHA Facilitator, ASHA Trainer, ASHA Co- ordinator, Male counselor, Family Planing Counselor প্রভৃতি পেশা।
●পঞ্চায়েত, ব্লক, জেলা এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পে:-
পঞ্চায়েত, ব্লক,জেলা এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্পে Sociology এবং BSW/MSW এর ছাত্ৰ-ছাত্রীরা বিভিন্ন পেশায় নিযুক্ত হতে পারে।এক্ষেত্রে Executive Assistant, Sahayak, Welfare Officer, Programme Officer, Programme co-ordinator প্রভৃতি পেশার কথা বলা যায়।
●এনজিও ( NGO ) : NGO হল একটি Non Governmental Organization। Sociology এবং Social Work এর ছাত্ৰ-ছাত্রীরা মূলত খুব সহজেই বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় NGO গুলিতে চাকরী পাওয়ার সুযোগ পেয়ে থাকে। NGO গুলিতে Sociology এবং BSW/MSW এর ছাত্ৰ-ছাত্রীদের কে চাকরীর ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে Counselor, Programme Co-ordinator , Programme Officer, Social Worker, State/District Co-ordinator, Teacher, Field Officer প্রভৃতি পদের কথা বলা যেতে পারে। এছাড়াও বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, শিশু হোম,প্রতিবন্ধীদের জন্য হোম, নেশা মুক্তি কেন্দ্র/পুনর্বাসন কেন্দ্র প্রভৃতি ক্ষেত্রেও চাকরীর সুযোগ রয়েছে।
● জেল বা সংশোধনাগারে :-
জেল বা সংশোধনাগারেও sociology এবং social work এর ছাত্ৰ-ছাত্রীদের চাকরীর পাওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন Officer, correctional social worker, Counselor প্রভৃতি পদের কথা বলা যায়।
যাইহোক, উপরিউক্ত পেশা গুলি ছাড়াও নারী কল্যাণ মন্ত্রণালয়, শিশু কল্যাণ মন্ত্রণালয়, আদালতে এবং বিভিন্ন কোম্পানির HR এবং ম্যানেজার , কাউন্সেলিং সেন্টার প্রভৃতি সেক্টরে Sociology এবং Social Work এর ছাত্ৰ-ছাত্রীদের চাকরীর পাওয়ার সুযোগ রয়েছে।উপরের সবকটি চাকরীর খবর পেতে ছাত্ৰ-ছাত্রীদের কে সর্বদা Health , NGO এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেক্টরের website এর প্রতি নজর রাখতে হবে। sociology এবং social work এর ছাত্ৰ-ছাত্রীরা যদি আমার লেখা ক্যারিয়ার সম্পর্কিত এই প্রতিবেদনটি পড়ে উপকৃত হয়ে থাকে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হয়ে উঠবে।সমাজতত্ত্ব ও সোশ্যাল ওয়ার্ক এর ছাত্ৰ-ছাত্রীদের ভবিষ্যতের সাফল্য কামনা করি।
জয়দেব বেরা :- অতিথি অধ্যাপক, সমাজতত্ত্ব,মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং,তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল,তমলুক