বুধবার রাতের পর থেকে টানা বৃষ্টির,দুর্ভোগ !

নিজস্ব সংবাদাতা :   আজ, ৩১শে জুলাই বৃহস্পতিবার থেকে ফের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দফতরের। সকাল থেকে টানা বৃষ্টি। নতুন করে আবার কয়েকদিন ভারী বৃষ্টি হলেই নদীর জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে জলমগ্ন এলাকাগুলিতে জল কমার সময়ে নতুন করে আবার জল বাড়া শুরু হবে আর জলবন্দি হয়ে আরও দিন কাটাতে হবে, এই আশঙ্কা নিয়েই দিন কাটছে ঘাটালবাসীর।

এখনও ঘাটাল পুর এলাকা-সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা ও দাসপুরের নাড়াজোলের বেশ কিছু এলাকা জলমগ্ন। কোথাও কোথাও হাঁটু সমান ও কোথাও কোমর সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। গ্রামীণ এলাকাগুলিতে রাস্তাঘাট এখনও জলের তলায়। তার উপরে আজ থেকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি যদি হয়, নদীতে জল বাড়বে এবং তার জেরে ঘাটালের বন্যাপরিস্থিতির অবনতি হবে মনে আতঙ্কে আছেন ঘাটালবাসী। এই বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, সমস্ত দিকে নজর রাখছে মহাকুমা প্রশাসন। প্রশাসনের তরফে এখনও জলমগ্ন এলাকায় ত্রাণবিলি করা হচ্ছে, বিতরণ রান্না করা হচ্ছে খাবার, সেই সঙ্গে মেডিক্যাল ক্যাম্পও চালু আছে।

বন্যা কবলিত দাসপুর থানার রাজনগরের প্রামাণিক পাড়া ও বাজার সংলগ্ন এলাকাতে কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার বিতরণ প: মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে।