অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী শুভ উদ্বোধন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ ষষ্ঠী ১৩ তম বর্ষে অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী শুভ উদ্বোধন। জগদ্ধাত্রী পুজো আজ থেকেই শুরু হয়ে গেল । মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের পূজোর উদ্বোধন হয় সাড়ম্বরে। উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার।এরই সঙ্গে এইদিন উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী রঞ্জন দত্ত, পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান,সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। মূলত ম্যানসনের আদলে এই মন্ডপ তৈরি করেছে এবারে অগ্নি কন্যা ক্লাবের সদস্যরা।১৩ তম বর্ষে এই পুজোর বাজেট কয়েক লক্ষ টাকা।এই পুজোর পাঁচটা দিন থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিচিত্রা অনুষ্ঠান। এছাড়াও নবমীর দিন কুমারী পূজা এবং অন্নকুটের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হবে এই জগদ্ধাত্রী পুজো। এই অগ্নিকন্যার পুজো মেদিনীপুর শহর এবারে বিশেষ অভিনবত্ব হলো ১০ জন কুমারী নিয়ে কুমারী পুজো।উদ্বোধন করতে এসে পুলিশ সুপার বলেন ধৃতিমান সরকার বলেন মেদিনীপুর শহরের পঞ্চুর চকে এই পুজো জমজমাট। সবাই এই পুজোর কটা দিন ভালো ভাবে উপভোগ করুক এটাই আবেদন। আমরা পাশে রয়েছি অগ্নিকন্যা ক্লাবের।তবে আয়োজক অগ্নিকন্যা ক্লাবের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী বলেন আমাদের পুজো এবারে ১৩ তম বর্ষে পদার্পণ করলো।মূলত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান,কুমারী পূজা সহকারে এবং অন্নকূটের মধ্য দিয়ে শেষ হয় আমাদের এই জগদ্ধাত্রী পুজো।কয়েক লক্ষ টাকা ব্যয় করে ম্যানসনের আদলে আমাদের এই পূজা মন্ডপ।