বাংলার মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গিয়ে বিক্ষোভ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি কর্মীরা !

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ১৬ই এপ্রিল জলপাইগুড়ি জেলার দাঁড়িয়ে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা নিয়ে রাজ্যবাসীকে ফের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল যাতে সবাই সতর্ক থাকেন, কেউ যাতে কোনও ভাবেই কোনও প্ররচনায় পা না দেন, তার জন্য এদিন আবারও আবেদন রাখেন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির সভমঞ্চ থেকে। বিশেষ করে সংখ্যালঘু কাছে তাঁর আবেদন, ‘রামনবমীর দিন বিজেপি অশান্তি করতে পারে সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না। কেউ দাঙ্গা করতে দেবেন না। আমরা দাঙ্গা চাই না। শান্তি চাই। আমি জানি বিজেপি-র প্ল্যান আছে দাঙ্গা বাধানোর। ১৯ তারিখ ভোট হবে। ১৭ তারিখ দাঙ্গা করার প্ল্যান করে অনেকদিন আগেই করে রেখে দিয়েছে। ওইসব দাঙ্গা করে ভোট দখল করবে। তারপর দেশ বেচে দেবে। আমি হাত জোর করে সংখ্যালঘু ও সংখ্যাগুরুদের বলছি কেউ দাঙ্গা করতে দেবেন না।’
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্যের অভিযোগ তুলে মেদিনীপুর কোতোয়ালী থানায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর কোতোয়ালী থানায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল। থানায় কর্তব্যরত পুলিশ অফিসারকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরূদ্ধে FIR রিসিভ করতে বলেন, আর তা নিয়ে বাকবিতন্ডাও হতে দেখা যায়। থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার FIR নিতে অস্বীকার করলে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল সহ দলীয় কর্মী সমর্থকরা থানার বাইরে এসে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায়। পড়ে থানায় পৌঁছে অভিযোগ রিসিভ করেন কোতোয়ালী IC অমিত সিনহা মহাপাত্র।