সরকারি শ্মশান সহ ইরিগেশনের জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে!
নিজস্ব সংবাদদাতা : পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার তমলুক ব্লকের শ্রীরামপুর-১ গ্রামপঞ্চায়েতের তেলিপোতা বাজারের ওই ঘটনায় শোরগোল পড়েছে। সরকারি শ্মশানের জায়গা বেআইনি ভাবে বিক্রি করেছেন তৃণমূল নেতা। এমনই অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্ডার। এই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন বিজেপির বিধায়ক। শ্রীরামপুর গ্রামের তেলিপোতা বাজারে হাঁসুয়াখালি খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে বেশকিছুটা জায়গা লম্বা করে বেড়া দিয়ে ঘিরে দেন বলে অভিযোগ। এ নিয়ে চিত্তরঞ্জনের দাদা জ্যোৎস্না ভৌমিক ব্লক প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ জানান।
অভিযোগ পত্রে বলা হয়, খালের বাঁধের পাশে সর্বসাধারণের যাতায়াতের রাস্তার ওই জায়গা টাকার বিনিময়ে বেআইনি ভাবে বিক্রি করছেন চিত্তরঞ্জন। এছাড়াও খালের পাশে থাকা শশ্মানের জায়গা বিক্রির চেষ্টাও হচ্ছে।খালের ধারে ওই এলাকা পরিদর্শনে যান ময়নার বিধায়ক অশোক দিন্দা। এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন তিনি। তার পরেই অশোক দিন্দার অভিযোগ, "খাল পাড়ের সর্বসাধারণের ব্যবহারের জায়গা তৃণমূল নেতারা মোটা টাকার বিনিময়ে বিক্রি করছে। খালের পাশে সরকারি গাছও কেটে নেওয়া হয়েছে। সর্বসাধারণের জায়গা কী ভাবে তৃণমূল নেতা বিক্রি করে সেই বিষয়ে বিডিও ও ভূমি সংস্কার দফতরের কাছে জানানো হয়েছে।