হোয়াটসঅ্যাপের ভিড়ে হারিয়ে যাওয়া চিঠির দিন ফেরাতে মেদিনীপুরে তরুণ কবিদের চিঠি উৎসব!

নিজস্ব সংবাদদাতা : হারিয়ে যাচ্ছে চিঠি লেখা। সেই হারানো দিনকে ফিরিয়ে আনতেই 'মেদিনীপুরের তরুণ কবিরা' আয়োজন করেছিল চিঠি উৎসবের। সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ ও ডাকঘর। উপস্থিত ছিলেন পুরপিতা সৌমেন খান, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, লিটল ম্যাগাজিন সম্পাদক পীযুষ কান্তি সরকার ও বরুণ বিশ্বাস প্রমুখ। প্রদর্শনের জন্য ছিল বিভিন্ন ধরনের ডাকটিকিট, ডাকপরিষেবা, খাম, কলমের বিবর্তন ও স্মরণীয় ব্যক্তিত্বদের চিঠি। এছাড়াও ছিল বই, লিটল ম্যাগাজিন ও দেশ-বিদেশের টাকা।

অনুষ্ঠানের উদ্বোধন হয় কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা 'রাণার' গানে প্রখ্যাত নৃত্যশিল্পী সবিতা সাহার নাচের মধ্য দিয়ে। প্রখ্যাত লেখকদের চিঠি থেকে বাছাই উক্তি ও রঙিন কাগজের তৈরি উড়োজাহাজ, নৌকা সেজে উঠেছিল অনুষ্ঠানস্থল। ডাকঘরের ডাক বাক্সের পাশাপাশি ছিল ঘরের ডাকবাক্স-ও। পড়ুয়াদেরর জন্য তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সর্বসাধারণের জন্য ছিল চিঠি লেখার আয়োজন। আলোচনা, কবিতা পাঠ, গান, নাচ, অভিনয় সবেরই মূল লক্ষ্য ছিল চিঠি। দর্শক ও শ্রোতারা ভিড় জমিয়েছিলেন তাই দেখতে, লিখলেন চিঠিও। উদ্বোধন হলো 'তরুণ কবিরা'র মাই স্ট্যাম।

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম দিবস ও স্বাধীনতা সংগ্রামী প্রদ্যোৎ ভট্টাচার্যের মহাপ্রয়াণ দিবস। সকালে চিঠি উৎসব উৎসর্গ করা হয়েছিল স্বামী বিবেকানন্দের নামে। তরুণ কবিদের ৫৫তম মাসিক সাহিত্য আড্ডা উৎসর্গ করা হয়েছিল শহিদ প্রদ্যোৎ ভট্টাচার্যের নামে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে অনুষ্ঠান আয়োজনের কারণ এখানেই অত্যাচারী ব্রিটিশ জেলাশাসক ডগলাসকে গুলি করে হত্যা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রদ্যোৎ ভট্টাচার্য ও প্রভাংশু পাল।

উপস্থিত ছিলেন অধ্যাপক সৌম্যদীপ চক্রবর্তী, ডাকটিকিট সংগ্রাহক সুতনু সরকার, আঞ্চলিক ইতিহাস অনুসন্ধিৎসু সুতনু ঘোষ, নৃত্যশিল্পী শেষাদ্রি মিশ্র, সহেলী বেরা খান, নবনীতা বসু, বাচিক শিল্পী মোম চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়রী অধিকারী। প্রথম চিঠি উৎসবে শহর তথা জেলা জেলাবাসীর সাড়া পেয়ে আনন্দিত সিদ্ধার্থ সাঁতরা, অভিনন্দন মুখোপাধ্যায়, আকাশ রায়, শায়েরী চক্রবর্তী, আমির হামজা, শশীভূষণ পাত্র, নিসর্গ নির্যাস মাহাতো, রাজেশ্বরী ষড়ঙ্গী, আগমনী কর মিশ্র ও সৌরভ সিংহরা। তাঁদের পক্ষ থেকে অতিথিদের জন্য উপহার ছিল প্রায় হারিয়ে যাওয়া গ্রিটিংস কার্ড।