হঠাৎই ধ্বস নামে দুর্গাপুরের অন্ডালের কাজোড়া সরষেডাঙা এলাকায়!

নিজস্ব সংবাদদাতা : দুপুরে ঘড়িতে তখন তিনটে বাজে। অন্ডালের কাজোড়া সরষেডাঙা সংলগ্ন এলাকায় বছর ১৬-র কিশোরী মানসী ফুলমালি ভাতঘুম থেকে উঠে মেঝেতে পা রাখতেই বেশ কিছুটা জায়গা ধসে যায়। তার একটি পা ঢুকেও যায় সেখানে। পা বার করে ভয়ে এক ছুটে ঘর থেকে বেরিয়ে মাকে ডাকে মানসী। মা পারুল ফুলমালি ঘরে ঢুকে আঁতকে ওঠেন। বুঝতে পারেন মাটি আলগা হয়ে ধস নামছে। মুহূর্তে মেয়েকে ঘর থেকে বার করে আনেন তিনি। এলাকা পর্যবেক্ষণের পর ১২টি পরিবারকে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বলেন তাঁরা। স্থানীয় প্রশাসনের সাহায্যে রাতেই ওই পরিবারগুলোকে স্থানীয় একটি স্কুলে নিয়ে আনা হয়। ঘটনাস্থলটি ঘিরে দেওয়া হয় বিপজ্জনক ফিতে দিয়ে। মঙ্গলবার সকালে ইসিএলের আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে আসেন অন্ডালের বিডিও ও পুলিশ আধিকারিকরা। ধস কবলিত এলাকা পরিদর্শনের পর ইসিএলের এক আধিকারিক বলেন, ‘ধসের জায়গা মাটি দিয়ে ভরাট করা হবে। আশপাশে লোকজনকে আসতে নিষেধ করা হয়েছে।