অবিভক্ত মেদিনীপুর জেলার অনীশ সাউ থাইল্যান্ডে ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতলেন!

নিজস্ব সংবাদদাতা: গত ১৬ ই জুলাই থেকে ১৯ শে জুলাই থাইল্যান্ডে আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় মেদিনীপুর জেলার অনীশ সাউ স্ট্রেংথ লিফটিং এ দ্বিতীয় স্থান ও ইনক্লাইন বেঞ্চপ্রেস এ তৃতীয় স্থান অধিকার করেন।এই চ্যাম্পিয়নশিপে ১৭টি দেশ অংশগ্রহণ করে ভারতের মোট ৮৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।

অবিভক্ত মেদিনীপুর জেলার গর্ব মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় বাসিন্দা অনীশ সাউ। এই প্রতিযোগিতার জুনিয়র বিভাগে যোগ দিচ্ছেন ২৩ বছরের অনীশ সাউ।২০১৯ সাল থেকে শক্তি সংঘ ব্যায়ামাগারে কোচ পিন্টু সাউ,তরুণ দাস,সাহেব ঘোষের কাছে ভারোত্তোলনের প্রশিক্ষণ নেন অনীশ।অনীশের বাবা পিন্টু সাউ নিজেও একজন ভারোত্তোলক।

মা পারমিতা সাউ একজন গৃহবধূ। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পদক রয়েছে পিন্টু বাবুর। মূলতঃ বাবার অনুপ্রেরণাতে অনীশের ভারোত্তোলনে হাতেখড়ি।কয়েক বছরের মধ্যেই নিজেকে একজন উচ্চ মানের ভারোত্তোলক হিসেবে নিজেকে তৈরি করেছেন।২০২৩ সালেও জাতীয় স্তরে সফল হবার পর অনীশের রোমানিয়া যাওয়ার সুযোগ এসেছিল কিন্ত আর্থিক কারণে সেবার রোমানিয়া যেতে পারেন নি অনীশ।

২০২৪ এর ডিসেম্বরে হরিয়ানাতে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতার সাফল্যের পর অনীশ সাউকে বাছাই করা হয়েছে থাইল্যান্ডে যাওয়ার জন্য। রাজ্য থেকে মোট ১৩ জন পুরুষ ও মহিলা এই প্রতিযোগিতা তে অংশগ্রহণ করেছিল। এই শক্তিসংঘ ব্যায়ামাগারের ঐতিহাসিক কৃতিত্ব শ্রী সাধন দেব সিনিয়র ন্যাশানাল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে লাইট ওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। ঐ রেকর্ড সমগ্র মেদিনীপুরের কোন ব্যায়ামাগার আজও ভাঙ্গতে পারেনি।