আনিশা যোগব্যায়াম কেন্দ্র উদ্যোগে জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস পালন!

নিজস্ব সংবাদদাতা : অষ্টম বর্ষের ন্যাশনাল ন্যাচারোপ্যাথি ডে অর্থাৎ জাতীয় প্রাকৃতিক চিকিৎসা দিবস পালিত হলো ১৮ ই নভেম্বর। বিভিন্ন যোগ শিক্ষা প্রতিষ্ঠান এই দিনটি পালন করে। এই উপলক্ষে মেদিনীপুর শহরের আনিশা স্কুল ফর যোগ কালচার এর পরিচালনায় পতঞ্জলি ইন্সটিটিউট অব যোগ ন্যাচারোপ্যাথি আয়ুর্বেদ সংস্থার সহযোগিতায় এবং ইন্টারন্যশনাল ন্যাচারোপ্যাথি অর্গানাইজেশন ও সুর্য ফাউন্ডেশনের গাইডেন্সে এই দিনটি পালন করলো মহাতাবপুর জুগনীতলার নিকটবর্তী আনিশার নিজস্ব সেন্টারে। এই অনুষ্ঠানে শহরের বেশ কিছু বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, চন্দন সাউ, রূপম দাস প্রমুখ। প্রশান্ত বাবু তার বক্তব্যের মাধ্যমে বর্তমান সময়ে প্রাত্যহিক জীবনে যোগ ও প্রাকৃতিক চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

এই অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন আনিশার সমস্ত যোগ চিকিৎসক বৃন্দ শান্তি রঞ্জন পাল, অরিজিৎ কুমার সাহু, নবনীতা দাস অধিকারী, মালতী মন্ডল সহ আরো অনেকে। সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন আনিশার অধ্যক্ষ আলোক কুমার পাল।এখানে সকলকে তাদের সমস্যা অনুযায়ী যোগ, প্রাণায়াম, নেতি ধৌতি ও প্রাকৃতিক চিকিৎসা ( মাড থেরাপি, হাইড্রো থেরাপি, লাইট থেরাপি, হ্যান্ড ফুট বাথ্, স্টিম বাথ, কাপিং, ওয়েট সিট প্যাক) দেওয়া হয়।

সঙ্গে খাদ্যবিধি সম্বন্ধে জানানো হয়। বিভিন্ন জয়েন্ট পেন্ , বাত, হজমের সমস্যা, মাইগ্ৰেন, পি সি ও এস প্রভৃতি রোগের চিকিৎসা প্রদান ও পরামর্শ দেওয়া হয়। প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শরীরের ভেতর জমা দূষিত পদার্থ বের করে দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে দীর্ঘ দিন সুস্থ রাখতে পারে এই প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি।