পাঞ্চালীর কাব্যতীর্থের বার্ষিক আনন্দ সন্ধ্যা!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট বাচিকশিল্পী পাঞ্চালী চক্রবর্তী পরিচালিত আবৃত্তি ও শ্রুতি নাটক প্রশিক্ষণ সংস্থ "পাঞ্চালী'র কাব্যতীর্থ'বার্ষিক আনন্দ সন্ধ্যা' অনুষ্ঠিত হল মেদিনীপুর কলেজের বিবেকানন্দ সভাগৃহে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্ষীয়ান বাচিক শিল্পী অমিয় পাল ও কবি ও বাচিক শিল্পী তন্দ্রিমা ঘোষ। অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা সাহা, উদ্যোগপতি চন্দন বসু, নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, সঙ্গীতশিল্পী ভারতী বন্দ্যোপাধ্যায়,কবি নির্মাল্য মুখোপাধ্যায় ভারতী সমাজকর্মী শ্যামল দাস, অসীম ধর, সংস্কৃতিকর্মী কাজরী বসু, রুমা দত্ত, কুণাল ব্যানার্জী, লক্ষণ চন্দ্র ওঝা, শান্তন হালদার, জয়ন্ত মন্ডল সহ অন্যান্যরা।
প্রতিষ্ঠানের স্থাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের ভাবনা নিয়ে একক আবৃত্তি, সমবেত আবৃত্তি ও শ্রুতিনাটক পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট বাচিকশিল্পী মালবিকা পাল, তন্দ্রিমা খোষ, চন্দ্রিমা ঘোষং সুতনুশ মিত্র মাইতি, সুদীপ্তা চক্রবর্ত্তী মিত্র এবং 'ছান্দসিক'-এর সদস্যারা।এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাবুলিওয়ালা' নাটকের শ্রুতিরূপ পরিবেশন করেন সংস্থার সদস্য-সদস্যরা।যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।অভিভাবিকাদের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।সমগ্র অনুষ্ঠানের প্রন্থিবন্ধনের দায়িত্বে ছিলেন বিশিষ্ট সঞ্চালক অখিলবন্ধু মহাপাত্র।অনুষ্ঠানটির ভাবনা ও পরিচালনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা পাঞ্চালী চক্রবর্তী।