মেদিনীপুর সমন্বয় সংস্থার বেলদা আঞ্চলিক ইউনিটের বার্ষিক সাধারণ সভা!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ,দাঁতন-১,দাঁতন- ২, মোহনপুর ,কেশিয়ারি ব্লকের বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে মেদিনীপুর সমন্বয় সংস্থার বেলদা আঞ্চলিক ইউনিটের তৃতীয় বার্ষিক সাধারণ সাধারণ সভা অনুষ্ঠিত হলো খাকুড়দা ভগবতী দেবী পি۔ টি ۔ টি আই কলেজে । পতাকা উত্তোলন ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বেলদা কলেজের অধ্যক্ষ ড۔ চন্দ্র শেখর হাজরা। স্বাগত বক্তব্য রাখেন কার্য্যকরী সভাপতি প্রধান শিক্ষক সূর্য্যকান্তি নন্দ। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। সম্পাদক পুলক পাত্র।আয়- ব্যয়ের হিসাব উপস্থাপন কোষাধ্যক্ষ সত্রাজিৎ জানা। প্রতিবেদনের উপর আলোচনা করেন শিক্ষারত্ন ড۔ রঞ্জন শাসমল, তপন পাহাড়ী সহ ১১ জন প্রতিনিধি lমেদিনীপুর সমন্বয় সংস্থার কাজকর্ম ও মেদিনীপুর ভবনের গড়ে ওঠা কাহিনী সমাগত প্রতিনিধিদের সামনে উপস্থাপণ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু ও সহ-কোষাধ্যক্ষ অমিয় বরন মাইতি।বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক জন্মেঞ্জয় সাহু , লোক কবি পরেশ বেরা , বেলদা গঙ্গাধর একাডেমীর۔প্রধান শিক্ষক কার্তিক আচার্য্য প্রমুখ।উপস্থিত ছিলেন ভাগবতী দেবী কলেজের অধ্যক্ষ ড۔ সির্দ্ধার্থ মিশ্র , শিল্পী সুধীর মাইতি , শিক্ষক ও সাংস্কৃতিক উপসমিতির আহ্বায়ক অঞ্জন চন্দ্র, পরিবেশ উপসমিতির আহ্বায়ক হরিপদ পাত্র , সাংবাদিক বিশ্বসিন্ধুদে প্রমুখ।অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষব্রতী মৃত্যুঞ্জয় জানা ও সাবিত্রী সরকারকে অনুষ্ঠান মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষা প্রশাসক প্রদীপ কুমার পতি । সঞ্চালনা করেন অখিলবন্ধু মহাপাত্র ও স্বপন ঘোষ।