খড়গপুরে ভারত মাতা সমিতির ৮ম বার্ষিক স্পোর্টস: মাঠজুড়ে উচ্ছ্বাস, শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণ
নিজস্ব সংবাদদাতা : খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের বার্তা নিয়ে খড়গপুর ভারত মাতা সমিতির ৮ম বার্ষিক স্পোর্টস সফলভাবে অনুষ্ঠিত হলো। গত ১৭ই জানুয়ারি ২০২৬, স্থানীয় বি.এন.আর মাঠে শতাধিক ছেলে-মেয়ের উপস্থিতিতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন হয়। দিনভর নানা ইভেন্টে অংশ নিয়ে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। দৌড়, লাফ, দলগত ও ব্যক্তিগত বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের উদ্যম ও শৃঙ্খলা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ ক্রীড়াবিদ ও সংগঠক মিন্টু চৌধুরী এবং গোপাল ডোহরে। তাঁদের বক্তব্যে খেলাধুলার গুরুত্ব, বিশেষত বর্তমান প্রজন্মকে মাঠমুখী করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে। বিভিন্ন খেলা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মিহির দাস, পরিমল সাহা, শ্যামল ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষে সংস্থার প্রাণপুরুষ জয়দীপ স্বর্ণকার প্রতিযোগী, আয়োজক, স্বেচ্ছাসেবক ও উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই ধরনের ক্রীড়ানুষ্ঠান নতুন প্রজন্মকে সুস্থ জীবনযাত্রার পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” খড়গপুর ভারত মাতা সমিতির এই উদ্যোগ আবারও প্রমাণ করল—খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি সমাজ গঠনের এক শক্তিশালী মাধ্যম।