প্রাক্তন রাষ্ট্রপতি 'মিসাইল ম্যান' এ পি জে আব্দুল কালামের মূর্তি উন্মোচন হলো মেদিনীপুরের হবিবপুরে!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি 'ভারতরত্ন' প্রয়াত 'মিসাইল ম্যান' ডঃ এ পি জে আব্দুল কালামের আবক্ষ মূর্তি উন্মোচিত হল মেদিনীপুর শহরের হবিবপুরের মিঠু মসজিদ এলাকার ডঃ এ পি জে আব্দুল কালাম অ্যাথলেটিক্স ক্লাব সংলগ্ন এলাকায়। ডঃ এপিজে আব্দুল কালাম অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে তৈরি হওয়া এই আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন মেদিনীপুর পুরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা। উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুসময় মুখার্জী' সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে এলাকার ছোট ছোট ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। ক্লাবের সভাপতি আব্দুল সালাম খান বলেন, তাঁদের ক্লাব এলাকার উন্নয়নে বেশ কয়েকবছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে চলেছে। ডঃ আব্দুল কালাম স্যারের আদর্শকে তুলে ধরে আদর্শ সমাজ গড়ে তোলাই এই ক্লাবের মূল লক্ষ্য। এলাকার সকলের সহযোগিতায় আরো উন্নয়নমূলক কাজ করতে তাঁরা বদ্ধপরিকর। এদিনের অনুষ্ঠানে ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল সালাম খান, সহ-সভাপতি অরিন্দম মুখার্জি, সদস্য সেক বাবলু, সেক লালু, প্রলয় কান্তি সাঁতরা,তারক বোস,সেক মইদুল,সেক সারজু,সেক রফিক সহ অন্যান্যরা।