"সবুজগানে ভরিয়ে দিও" --- আরণ্যক বসু
সত্যিকথা বলার সাহস আমার আছে এই ভাষাতেই বাঁচার ইচ্ছে,
ভাসার সাহস, ডোবার দুঃসাহসের নেশা,
এই ভাষাতে, এই ভাষাতেই শত লক্ষ শব্দ আছে, স্তব্ধ নিষ্ফলতার কাছে, জলস্রোতের সরলতায়, বিলীন ভাটিয়ালীর সুরে, গাঁয়ের স্নিগ্ধ প্রতিবেশীর আড়বাঁশিতে, পাগলগারে;
মাধুকরীর জন্যে আছে, আকুল প্রার্থনাতেও আছে, কলজে ছেঁড়া শেষের কথায়, আছে ক্ষমায়, কথকতায়;
হাজার বছর আগেও ছিল, আরও হাজার বছর পরেও- ছবির সঙ্গে, স্মৃতির পথে, ধুলোর ওড়ায়, ঝড়ের কাছে, আকাশ হয়ে জড়িয়ে আছে অন্ধকারের সজনে গাছে আমার আকাঙ্খাতে আছে, আছে তোমার নিবেদনে, সাঁঝ বিহানের ভাঙাগড়ায় আজও আছে, আজও জড়ায় ---
ভোরের মুকুল কুড়িয়ে নিয়ে ভালবাসার দু-একটি গান সবুজ রঙে ভরিয়ে দিও ছিন্নডানার বসন্তদিন
আমের ডালে দূরের দুপুর যেমন ডাকে, ডেকেই চলে;
ডাকতে ডাকতে ফাল্গুন মাস আমার বর্ণমালায় হাসে
তেমন হাসি হাসতে দিও, তেমন ভালবাসতে দিও,
তেমন করে কাঁদতে দিও সারাজীবন
মায়ের ভাষায়;