সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা!

আর্জেন্টিনা ১ (৪)

ইকুয়েডর ১ (২)

নিজস্ব সংবাদদাতা : আজ কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার মেসির সামনে ছিল ইকুয়েডর। শুরুতে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও খেলার অন্তিম মুহূর্তে সমতা ফেরান ইকুয়েডর। খেলার ফলাফল হয় ১-১। যদিও ইকুয়েডরের সামনে সুযোগ ছিল ট্রাইবেকারে এগিয়ে যাওয়ার। খেলা পৌঁছায় পেনাল্টি শ্যুট আউটে। ২০১৬ আর্জেন্টিনার দল হলে এর পরের স্ক্রীপ্ট সবার মুখস্থ কারণ মেসি পেনাল্টি মিস করলো,অন্যদিকে হারা নিশ্চিত। কিন্তু ২০২১ এর কোপা আমেরিকা থেকে সব হিসাব বদলে গিয়েছে একজন 'দিবু মার্টিনেজ'। মেসি যদি টিমের অ্যাটাকে বেস্ট হয়, দেশের জার্সিতে গোলবারে এমিলিয়ানো। কখনো ফ্রান্সের মুয়ানিকে থামিয়ে দিয়েছে বিশ্বকাপের ফাইনালের শেষ মুহূর্তে। কখনো আবার পেনাল্টি নিতে আসা ভ্যালেন্সিয়াকে। এখন পর্যন্ত পাঁচটা শুটআউট ফেস করেছে কোপা - বিশ্বকাপ নিয়ে, হারেনি একটা শুটআউটও। আজ মেসি পেনাল্টি মিস করেছে ঠিকই কিন্তু তাতে কি? দিবু তো আছে । ২ টা পেনাল্টি সেভ দিয়ে শুটআউট জেতালো আর্জেন্টিনাকে। দিবু মেসি নয় কিন্তু আর্জেন্টিনার জন্য মেসির চেয়ে কিছু কম না। মজার ব্যাপার অন্য প্রান্তে ইউরো কাপে একই ভাবে ওয়ান্ডার বয় ক্রিস্টিয়ানো রোনালদোর টিমকে জিতিয়ে গোলকিপার ডিয়েগো কোস্তা।সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। সেখানে তাদের খেলতে হবে ভেনেজুয়েলা এবং কানাডা ম্যাচের জয়ীর বিরুদ্ধে। শনিবার সকালে হবে সেই ম্যাচ। আর্জেন্টিনার সেমিফাইনাল ১০ জুলাই।