লাখ টাকার জাল নোট সমেত দুর্গাপুরে গ্রেপ্তার!
নিজস্ব প্রতিবেদন : এসটিএফ ও কাঁকসা থানার যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হলো পাঁচ লাখ টাকার জাল নোট। গ্রেপ্তার করা হয়েছে ফিরোজ আলম শেখ নামে এক ব্যক্তিকে। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানার শাহবাজপুরের বাঁশতলা গ্রামে। বাজেয়াপ্ত হওয়া জাল নোটগুলো সবই পাঁচশো টাকার। শনিবার রাতে দুর্গাপুরের ডিভিসি মোড় লাগোয়া ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবা থেকে গ্রেপ্তার করা হয় ফিরোজকে। প্রসঙ্গত, রাজ্য পুলিশের এসটিএফের কাছে এলাকায় জাল নোটের লেনদেনের খবর ছিল। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে কাঁকসার বিরুডিহার কাছে একটি হোটেলের সামনে হানা দিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী করেন এসটিএফ দলের সদস্যরা। ওই ব্য়ক্তির হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫০০ টাকার বেশ কয়েকটি বান্ডিল উদ্ধার হয়, যার মূল্য কয়েক লক্ষ টাকা। এরপরই ব্যক্তিকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই জাল নোটগুলি বাংলাদেশ থেকে আনা হয়েছে এবং ধৃত ব্যক্তি সেগুলি পাচারের চেষ্টা করছিল।