রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের তিন জনকে খড়্গপুর থেকে গ্রেপ্তার করল জিআরপি। ধৃত তিন জনের মধ্যে খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিএমও অফিসের একজন কর্মীও (Senior Divisional Operations Manager) রয়েছেন। রেলে চাকরির টোপ দিয়ে প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। এরপর, এক 'প্রতারিত' চাকরিপ্রার্থীকে আমরা জিজ্ঞাসাবাদ করি। তারপরই গত ২৮ মার্চ আমরা খড়াপুর থেকে তিনজনকে গ্রেফতার করেছি।” ধৃত ৩ জন হলেন ১) খড়গপুরের সিনিয়র ডিওএম অফিসের কর্মী দুলভ চিনা (৪৯),২) ডিএমও অফিসেরই প্রাক্তন কর্মী এম. কোটেশ্বর রাও (৬২) এবং ৩) সাবিনা খাতুন (৩৫) নামে এক মহিলা।ধৃতরা খড়্গপুরের শহরের বিভিন্ন এলাকায় থাকেন। শনিবার ধৃতদের আদালতে তোলার পরে বিচারক ৬ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। খড়্গপুর জিআরপির পুলিশ সুপার দেবশ্রী সান্যাল বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই চক্রটিকে ট্র্যাক করতে থাকি। তদন্তে নেমে প্রতারিত এক চাকরি প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। তারপর একজনকে গ্রেপ্তার করি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের সন্ধান মেলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে,লোভনীয় বেতনের রেলের চাকরির টোপ দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ইনস্টলমেন্টে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ এসেছিল রেল পুলিশের কাছে। এরপরই প্রাথমিক তদন্তে এই প্রতারণা চক্রের বিষয়ে জানতে পারে রেল পুলিশ। তারপর প্রতারিত এক চাকরিপ্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে, তদন্ত শুরু করেন খড়াপুর জিআরপি এবং আরপিএফ আধিকারিকরা।শুধু এ রাজ্যে নয়, ওডিশাতেও এই চক্রের দালালরা থাকতে পারে বলে অনুমান পুলিশের।