আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে রং এবং তুলি নিয়ে পথে নামল মেছেদা বাস স্ট্যান্ড সন্নিহিত শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে!

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আর জি কর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে রং এবং তুলি নিয়ে পথে নামল পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেছেদা বাস স্ট্যান্ড সন্নিহিত শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আজ অর্ধশতাধিক চিত্রশিল্পীরা পথে নেমে রং তুলির মধ্য দিয়ে তাদের প্রতিবাদ জানায়। নন্দলাল বসু মেমোরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা শিল্প ভাষা সংস্থা ও পূর্ব মেদিনীপুর জেলা আটিস্ট ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচি সংগঠিত হয়। চিত্রশিল্পী আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন কলেজের আর্টের অধ্যাপক এই কর্মসূচিতে ছবি এঁকে গান এবং বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচিতে সামিল হয়। আয়োজকদের তরফে চিত্রশিল্পী অসিত সাঁই বলেন, সবাই পথে নামতে পারে না, সবাই স্লোগান দিয়ে মোমবাতি নিয়ে রাস্তায় হয়তো নামতে পারে না। কিছু জন থাকে সমাজের যারা তাদের মনের ভাব, তাদের প্রতিবাদ, রং তুলির মধ্যে দিয়ে প্রকাশ করে। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই কর্মসূচি।

রং এবং তুলি নিয়ে পথে নামল পূর্ব মেদিনীপুর জেলার গেটওয়ে মেছেদা বাস স্ট্যান্ড

এদিকে আর জি কর কাণ্ডে বিচার প্রতিবাদে মহিলা রেলকর্মীরা পথে নামল। রেলের মেন্স ইউনিয়নের মহিলা শাখার পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল বের হয় খড়গপুরের DRM অফিস সংলগ্ন বোগদা এলাকায়। মহিলারা আওয়াজ তোলে প্রত্যেক কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার ব্যবস্থা সংশ্লিষ্ট কতৃপক্ষকে করতে হবে।

খড়গপুরের DRM অফিস সংলগ্ন বোগদা এলাকায় মহিলা শাখার পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল
খড়গপুরের DRM অফিস সংলগ্ন বোগদা এলাকায় মহিলা শাখার পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল