আসানসোলের ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট!
নিজস্ব সংবাদদাতা : পুলিশকর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর রাতারাতি সাসপেন্ড করা হল আসানসোলের বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতির অভিযোগে এই সাসপেন্ড। তবে বালি, কয়লাপাচার নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের একহাত নেওয়ার পর এই সাসপেনশন একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বালি ও কয়লা নিয়ে কড়া বার্তা দেওয়ার কয়েক ঘন্টার বৃহস্পতিবার রাতে তাকে সাসপেন্ড করলেন আসানসোল দূর্গাপুর পুলিশের কমিশনার সুনীল কুমার চৌধুরী। সম্প্রতি মনোরঞ্জন মন্ডলকে বারাবনি থেকে অন্ডাল থানার ওসি করা হয়েছিলো। কিন্তু সেই দায়িত্ব নেওয়ার আগেই তাকে সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হয়েছে বলে নির্দেশ জারি করেছেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। এই ঘটনার পর আসানসোল দূর্গাপুরের পুলিশ মহলে তোলপাড় শুরু হয়েছে। বেশ কিছু দিন আগে এই বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিংয়ের জন্মদিন পালন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিলো।
আসানসোল কমিশনারেট গঠনের পর এই প্রথম কোনও পুলিশ অফিসারের বিরুদ্ধে এত বড় ব্যবস্থা নেওয়া হল। পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, আরও এক ওসির বিরুদ্ধেও এই ধরনের শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার তোড়জোড় শুরু শুরু হয়েছে। নজরে রয়েছেন আরও কয়েকজন পুলিশ অফিসার।