বৈঠক চলাকালীনই মলয় ঘটকের কাছে ফোন আসে দলনেত্রী!
নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই ভোটগণনা। ভাগ্য পরীক্ষা হবে প্রার্থীদের। তার আগে সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনে দলীয় বৈঠকে বসেছিল তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোলের ঘাসফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে আরও অন্যান্য জেলার নেতারা। সেই বৈঠক চলাকালীনই মলয় ঘটকের কাছে ফোন আসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোবাইলেই জেলার নেতাদের ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় জেলা সভাপতি নরেন্দ্রনাছ চক্রবর্তীও দলনেত্রীকে আশ্বস্ত করে বলেন, ‘জিতব দিদি, জিতব।