আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ধসের অভিযোগ!
নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।রবিবার ভোরবেলা আবারও একইভাবে ধসের ঘটনা ঘটলো। এই ধসে ১৯ নম্বর জাতীয় সড়কে এথোড়া মোড়ের কাছে সার্ভিস রোডে একটি বড় গর্তের সৃষ্টি হয়। যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এলাকা পরিদর্শন করেন। জাতীয় সড়কে বারবার কেন এমন ধসের ঘটনা ঘটছে তা জানতে চাইলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক রঞ্জিত চট্টোপাধ্যায় জানান, এই এলাকায় জাতীয় সড়কের নিচে দিয়ে জলের পিএইচইর পাইপলাইন রয়েছে। যে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। পিএইচই-কে বিষয়টি জানানো হয়েছে এবং ওই বিভাগের ইঞ্জিনিয়ার বিষয়টি খতিয়ে দেখছেন।