হিমাচল প্রদেশে অনুষ্ঠিত জাতীয় স্তরের পাওয়ার লিফটিং ফেডারেশন কাপে সোনা জয় আসানসোলের মেয়ে!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ৩ নম্বর মহিশীলা কলোনির বাসিন্দা অনামিকা মুখোপাধ্যায় হিমাচল প্রদেশে হওয়া ফেডারেশন কাপ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন।মধ্যবিত্ত পরিবারের সন্তান অনামিকা। বাবা সুকুমার মুখোপাধ্যায় একজন নিরাপত্তারক্ষী এবং মা জলি মুখোপাধ্যায় একটি ব্যাংকে কর্মরত। প্রথমে এই খেলাধূলা নিয়ে বাবা মার সাপোর্ট ছিল না।
বলতে গেলে নিজের জেদেই পাওয়ার লিফটিংকে বেছে নিয়েছিলেন অনামিকা। তবে এই সংযোগ ঘটেছিল অদ্ভূদভাবে। অনামিকা জানান, তিনি জিমে গিয়েছিলেন ওজন কমাতে। কিন্তু সেখানকার ইন্সট্রাক্টর তাকে দেখে পাওয়ার লিফটিংয়ের কথা বলেন। তবে যাত্রাপথ সোজা ছিল না। আসানসোলে পাওয়ার লিফটিং প্রশিক্ষণের সেভাবে কোন সুযোগ না থাকায় তিনি ঝাড়খণ্ডের বোকারোয় যান দেবী প্রসাদ চট্টোপাধ্যায়ের কাছে পাওয়ার লিফটিংয়ের প্রশিক্ষণ নিতে। সেখান থেকেই শুরু। তাঁর হাত ধরেই এসেছে ফেডারেশন কাপের এই সাফল্য। তিনি এশিয়া কাপের জন্যও নির্বাচিত হয়েছেন।