বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে খড়্গপুর শহরে সভা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শুক্রবার বিকেল ৪টে থেকে খড়্গপুর শহরের ধ্যান সিং ময়দানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার করার কথা ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। সভা শুরুর অনেকক্ষণ আগেই কলাইকুণ্ডায় হেলিকপ্টারে পৌঁছে গিয়েছিলেন তিনি। যদিও বিজেপি সূত্রে খবর, সভা ভরেনি বলে সভাস্থলে আসতে কিছুটা সময় নেন অশ্বিনী। বিজেপি নেতাকর্মীদের লোক নিয়ে আসার আরও কিছুক্ষণ সময় দেন তিনি। প্রচারের আগে খড়গপুর পৌর এলাকার নিউ সেটেলমেন্ট এলাকায় জগন্নাথ মন্দিরে গিয়ে জেলাবাসীর মঙ্গলকামনায় পুজো দেন তিনি। পরে কথা বলেন উড়িয়া ভাষার মানুষজনের সঙ্গে। তারপর ৪টে ৪০ নাগাদ সভাস্থলে আসেন। ৪টে ৫৩ মিনিটে বক্তব্য রাখতে ওঠেন। ১৩ মিনিটেই বক্তব্য শেষ! এদিনের সভামঞ্চ থেকে মমতাকে ‘ঝুটিদিদি’(মিথ্যাবাদী) বলে কটাক্ষ করেন রেলমন্ত্রী। তিনি বলেন, এক সময় ঝুটিদিদি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন যখনই সময় পেতেন, শিলান্যাস করতেন। তারপর সব ভুলে যেতেন। কিছুটা সুর চড়িয়ে বলেন, আসলে মানুষের সমস্যা নিয়ে তাঁর কিছু যায় আসে না। মানুষের জন্য তিনি কাজ করেন না। তিনি শুধু নিজের পরিবার ও ভাইপোর জন্য কাজ করেন। এরপরেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, নরেন্দ্র মোদিকে দেখুন। তিনি দেশের ১৪০কোটি মানুষের জন্য কাজ করেন। পাশাপাশি প্রার্থী অগ্নিমিত্রা পালকে জেতানোর আবেদন জানান তিনি।