এশিয়া কাপে বিশ্বের সামনের পাকিস্তান কে চরম অপমান করলো ভারত!

নিজস্ব সংবাদদাতা: এ বার বিশ্বের সামনের ভারতের কাছে জোড়া থাপ্পড় খেল পাকিস্তান। এশিয়া কাপে পাকিস্তানকে কার্যত একপেশে ভঙ্গিতে হারাল ভারত। 'অপারেশন সিঁদুর'-এর পর ক্রিকেট মাঠেও বদলা নিল ভারত। ১৪ সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গতকাল অনায়াসে ম্যাচটি জিতেছে ভারত। মাঠে এই ম্যাচে একবারের জন্যেও ভারত চাপে পড়েনি। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটারেরা। টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমনের সঙ্গে হাত মেলাননি সূর্য। কেন তিনি হাত মেলাননি ম্যাচের পর তার ব্যাখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক। সূর্য বলেন, “আমরা এখানে আসার সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খেলতেই আসছি। আমরা জবাব দিতে চেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা একমত।

খেলা শেষে নিজেদের মধ্যে হাত মিলিয়ে সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন সূর্য ও শিবম। খেলা শেষে সাধারণত দেখা যায়, দু’দলের প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই ম্যাচে সেটা দেখা যায়নি। সাজঘরেই বসে ছিলেন গৌতম গম্ভীর-সহ গোটা ভারতীয় দল। তাঁরা মাঠে নামেননি।  তাঁরা বুঝিয়ে দিয়েছেন, সূচি অনুযায়ী খেলছেন। তার বাইরে পাক ক্রিকেটারদের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁদের।