অ্যাথালেটিক কোচিং সেন্টারের ৪৯ তম প্রতিষ্ঠা দিবস পালন!

নিজস্ব সংবাদদাতা: নানা কর্মসূচির মধ্য দিয়ে অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন ক্রীড়া প্রশিক্ষণ সংস্থা, মেদিনীপুর শহরে অবস্থিত অ্যাথালেটিক কোচিং সেন্টারের ৪৯ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্য প্রথমে মশাল দৌড় অনুষ্ঠিত হয়।তার পর 'স্বাস্থ্যের জন্য হাঁটা' শীর্ষক একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে প্রতিষ্ঠা দিবসের মূল কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান কোচিং সেন্টারের সম্পাদক বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক সুব্রত কুমার পান। কোচিং সেন্টারের পক্ষে সহ সভাপতি অসীম কাইতি, কোষাধ্যক্ষ মুনমুন মাইতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথালিট অমর মন্ডল। এছাড়াও অতিথি ও শুভানুধ্যায়ী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ অমিয় ভট্টাচার্য,ডি এস এ এর সম্পাদক সঞ্জিত তোরাই, এম এস ডি এ এর সম্পাদক শক্তি প্রসাদ মিত্র, ক্রীড়াবিদ শান্তিময় মূখার্জী, সুধাময় সরকার, সুনীল গোস্বামী, প্রশান্ত ঘোষ, ইন্দ্রজিৎ পাণিগ্রাহী সহ অন্যান্য খেলোয়াড়রা ও বিশিষ্ট জনেরা। বিগত এক বছরে এই কোচিং সেন্টার থেকে জাতীয়স্তরে ৫ জন এবং রাজ্য স্তরে ৮ জন সফল হয়েছেন। পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে মোট ৯ জন সফল হয়েছেন।এদের সংবর্ধনা দেওয়া হয়।