কেদারনাথের রাস্তায় ধস, মৃত্যু ৩ পুণ্যার্থীর!

নিজস্ব সংবাদদাতা : শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে। ফলে সারা দেশ থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী রওনা দিয়েছেন কেদারনাথের দিকে। কিন্তু রবিবার ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে পাহাড় থেকে পাথর খসে পড়ে মৃত্যু হল তিনজন পুণ্যার্থীর। পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ-এর বিশেষ টিম। মৃতদেহ সরানোর পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, গৌরীকুণ্ড ও চিরবাসার মধ্যে একটি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ধসে মৃত তিনজন ব্যক্তির মধ্যে ২ জন পুণ্যার্থী মহারাষ্ট্রের বাসিন্দা এবং অপরজন রুদ্রপ্রয়াগের।দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি এক্স হ্যান্ডেলে জানান, ‘কেদারনাথ যাত্রাপথের কাছে পাহাড় থেকে পাথর পড়ার কারণে কয়েকজন তীর্থযাত্রী আহত হয়েছেন। এই ঘটনা খুবই দুঃখজনক। দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হচ্ছে। পাশাপাশি পুরো বিষয়টির দিকে নজরও রাখা হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত এবং উন্নতমানের চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভগবান মৃতদের আত্মাকে পরম শান্তি দিক এবং তাঁদের পরিবার পরিজনকে সহ্যশক্তি দিক।’ উল্লেখ্য বিষয় হল, আবহাওয়া দপ্তরের তরফে উত্তরাখণ্ডে রবি ও সোমবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায়, ভারী থেকে অতিভারী বৃষ্টির অ্যালার্টও দেওয়া হয়েছে।