বাংলায় বাড়ছে প্রতারণা ছক,অনলাইনে চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে প্রতারিত কাঁথির বাসিন্দা!
পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বাংলায় বাড়ছে প্রতারণা ছক। প্রতিনিয়ত নিত্যনতুন পন্থায় জাল পাতাছে সাইবার দুনিয়ার অপরাধীরা। আর এই পাতা জালে পা দিয়ে প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক। অনলাইনে চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে প্রতারিত কাঁথির বাসিন্দা ওই যুবক। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যও তৈরি হয়েছে। ইমেল বার্তায় আসা চাকরির প্রস্তাবে সাড়া দিয়ে সাড়ে ২৪ লক্ষ টাকার প্রতারণার শিকার হয়েছে কাঁথির করকুলির বাসিন্দা সায়ন্তন ঘোড়াই। দুদিন আগে এ বিষয়ে তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত গত জুন মাসে শুরুতে। সে সময় একটি মেল আসে অভিযোগকারীর কাছে। তাতে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাতে সাড়া দিয়ে নিজের বায়োডাটা পাঠিয়ে দেন তিনি। ই-মেল মারফত এসে পৌঁছায় ভুয়ো অফার লেটার ও এগ্রিমেন্ট লেটার। তারপরই স্টেট পারমিট, রেজিষ্ট্রেশন ফিস, ফাইল এন্ট্রি ফি, অথোরাইজেশন ফি, মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সহ গুচ্ছ কারন দর্শিয়ে তাঁর থেকে ২৪ লক্ষ ৫২ হাজার ৮৪৯ টাকা প্রতারকরা আদায় করে বলে অভিযোগ। গত ২৭ জুন থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ দফায় এই টাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন প্রতারিত যুবক। কিন্তু শেষ পর্যন্ত চাকরিও মেলেনি এবং তিনি টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।