বিরল রোগে আক্রান্ত শিশু কন্যা অস্মিকা,৫ মাসের মধ্যে প্রয়োজন আরও ১২ কোটি টাকা!
নিজস্ব সংবাদদাতা : বিরল রোগে আক্রান্ত রানাঘাটের মধ্যবিত্ত পরিবারের শুভঙ্কর দাস-লক্ষ্মী দাসের ১ বছরের শিশু কন্যা অস্মিকা দাস। আক্রান্ত রোগের নাম স্পাইনাল মাস্কুলার অ্যট্রফ্রি (এসএমএ) টাইপ-১। রোগ উপশমের জন্য প্রয়োজন ‘জোলজেন্সমা’ নামে একটি ইঞ্জেকশনের। চিকিৎসার খরচ আনুমানিক ১৬ কোটি টাকা। জানা যায়, ‘ইম্প্যাক্ট গ্রুপ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা অস্মিকার জন্য ‘ক্রাউড ফান্ডিং’ তুলতে শুরু করে। এখনও পর্যন্ত জোগাড় করতে পেরেছে ৪ কোটি টাকা। আগামী ৫ মাসের মধ্যে প্রয়োজন আরও ১২ কোটি টাকা। এই রোগের কবল থেকে মেয়েকে সুস্থ করতে ইতিমধ্যে জনসাধারণের কাছে হাত পেতেছেন বাবা-মা। এগিয়ে এসেছেন গায়ক কৈলাস খের, রূপম ইসলাম,গায়িকা শুভমিতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। অস্মিকার বাবা-মা মেয়ের প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। চিকিৎসকেরা বলেছেন,'এই ইনজেকশন আর ৫-৬ মাসের মধ্যেই অস্মিকাকে দিতে হবে। টাইপ-১ রোগীর ক্ষেত্রে যদি চিকিৎসা দ্রুত শুরু না হয় তাহলে সেই রোগীকে বাঁচানোটাই অসম্ভব'। পরিশেষে দাস দম্পতি এই আশায় দিন গুনছে যে আগামী পাঁচ মাসের মধ্যে সকলের সাহায্যে মেয়ের চিকিৎসার টাকা জুটবে।