অঙ্কন প্রতিযোগিতার সাফল্য পেলে বহরমপুর জহর নবোদয় শিক্ষার্থীরা!

নিজস্ব সংবাদদাতা : The ministry of power bureau of energy.govt of India উদ্যোগে কোলকাতা ডি ভী সী টাওয়ার বিল্ডিংস্টেট লেবেল আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার সাফল্য পেলে বহরমপুর জহর নবোদয় শিক্ষার্থীরা।

তাদের মধ্যে অন্যতম শিক্ষার্থীরা ছিল সুপূর্বা দাস ও পূর্বাশা সাহা এবং যশপাল সরকার, সাহেনাজ জামান।এরা প্রত্যেকেই নগদ 2000 টাকা করে পুরস্কৃত হয় ।

জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ তপন মিস্ত্রীর সহযোগীতায় ও অংকন শিক্ষক সোমনাথ বিশ্বাস এর ব্যবস্থাপনায় এই সব কিছু সম্ভব হয়েছে।এত বড় সম্মান অঙ্কন বিভাগের সাফল্যে শিক্ষক শিক্ষিকারা সবাই খুশী। এছাড়া অধ্যক্ষ তপন মিস্ত্রীর সহযোগীতায় প্রতি মাসে শেষ দিনে রাজকীয় নৈশভোজ চালু হয়েছে। ছাত্র ছাত্রীরা নতুন জামাকাপড় পড়ে খাওয়া ও আনন্দ করেছে ।

শিক্ষক সোমনাথ বিশ্বাস বলেন এটা একটা নতুন ইনোভেশন যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার জগত থেকে বেরিয়ে তারা একটু আনন্দ হাসি ঠাট্টা খাওয়া দাওয়ার মাধ্যমে দিনটিকে সেলিব্রেট করতে পারবে।