মাধ্যমিকে দ্বিতীয় স্থান বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল এবং তৃতীয় স্থান সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়,বাঁকুড়া ঈশানী চক্রবর্তী !

নিজস্ব সংবাদদাতা : অবশেষে অপেক্ষার অবসান ঘটল, ২ মে শুক্রবার  পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) মাধ্যমিক (দশম শ্রেণী) ২০২৫ এর ফলাফল ঘোষণা করল। এই বছরের শীর্ষস্থানীয়দের তালিকায় বাঁকুড়া এবং বিষ্ণুপুর হৃদয় থেকে দুজন উজ্জ্বল নক্ষত্রের নাম উঠে এসেছে।  মাধ্যমিকে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানি চক্রবর্তী । তার প্রাপ্ত নম্বর ৬৯৩।  সৌম্য পাল বলেন বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দ্বিতীয় হয়েছি। শিক্ষকেরা যেমন বলেছেন তেমনই পড়াশোনা করেছি । এই সাফল্যের পিছনে মা-বাবা ও শিক্ষকদের অবদানই মূল। 

দ্বিতীয় স্থান বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল

অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে মাধ্যমিকের তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরজবাসিনী গার্লস হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ভবিষ্যতে সে গবেষক হতে চায়। গবেষণা করার লক্ষ্যই রয়েছে। ঈশানীর বাবা হীরালাল চক্রবর্তী ও মা সোনালি মণ্ডল। তাঁরা দু’জনেই কোতুলপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা। মেধাতালিকায় নাম থাকবে সেটা ভাবতেই পারেনি । এই ফলে খুবই খুশি । তার এই সাফল্যের পিছনে বাবা-মা, গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে বলেই জানিয়েছে ।

বাঁকুড়ার কোতুলপুর সরজবাসিনী গার্লস হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী