বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডির আবেদন করতে চান?

নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি’র প্রক্রিয়া চলছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে চলছে পিএইচডিতে ভরতির প্রক্রিয়া। সম্প্রতি সেই দিক থেকেই বেরিয়েছে একটি বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানান হয়েছে, ২০২৩-’২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভরতিনেওয়া হবে। এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে আর্টস এবং সায়েন্সের একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ পাবেন সংশ্লিষ্ট পড়ুয়ারা। যেমন, বাংলা, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সাঁওতালি, সংস্কৃত, ভূগোল, সমাজসেবা, আইন, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং উদ্ভিদবিদ্যা। তবে অন্যান্য বিভাগের মধ্যে রসায়ন বিভাগেই রয়েছে সর্বাধিক সংখ্যক আসন, ২৪টি। এই মর্মে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি