বাঁকুড়া জেলা পরিষদ অডিটরিয়াম হল প্রাঙ্গনে শুরু হলো ৩৮ তম পুষ্প প্রদর্শনী ও পুষ্প প্রতিযোগিতার!

নিজস্ব সংবাদদাতা :  সোমবার ৬-ই জানুয়ারী বাঁকুড়া জেলা পরিষদ অডিটরিয়াম হল প্রাঙ্গনে বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন ৩৮ তম পুষ্প প্রদর্শনী ও পুষ্প প্রতিযোগিতার আয়োজন করেছে। আনুষ্ঠানিকভাবে পুষ্প প্রদর্শনী উদ্বোধন করেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলকা সেন মজুমদার, উপ পৌর প্রধান হীরালাল চট্টরাজ, কৃষি কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।এবারের পুষ্প প্রদর্শনীতে বেশ কিছু বিরল প্রজাতির গাছ এসেছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল ও সবজি প্রদর্শনীতে জায়গা পেয়েছে। যেমন গোলাপ, চন্দ্রমল্লিকা ,ডালিয়া, ক্যাকটাস ,বনসাই থেকে শুরু করে শীতকালীন মৌসুমী ফুল ও বিভিন্ন ধরনের শাক সবজি টমেটো, লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি ,ওলকপি বেগুন। উদ্যোক্তাদের দাবি এ বছরের প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অন্য বছরের তুলনায় অনেক বেশি প্রতিযোগী ফুল ও সবজির গাছ নিয়ে হাজির হয়েছেন।