বালুরঘাট, বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট ?
নিজস্ব সংবাদদাতা : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির টিকিটে লড়ছেন বালুরঘাট থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদ, বহরমপুরের মতো বালুরঘাট জয়ের ক্ষেত্রেও যে কোনও রাজনৈতিক দলের কাছে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। পরিসংখ্যান বলছে গোটা রাজ্যে সংখ্যালঘু ভোটার প্রায় ২৭ শতাংশ। বালুরঘাট লোকসভা আসনে সংখ্যালঘু ভোটার ২৯ শতাংশ। যদিও এবার বালুরঘাটে তাঁর ভোট অনেক বাড়বে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা আসনের তিনটি বিধানসভা সংখ্যালঘু ভোট বেশি। কুমারগঞ্জ, হরিরামপুর ও উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভায় তৃণমূলের বিধায়ক রয়েছে। এই তিনটি বিধানসভাতে গত লোকসভা নির্বাচনে বিজেপি অনেক পিছনে ছিল। গত লোকসভা নির্বাচনে ২ শতাংশ সংখ্যালঘু ভোট পেয়েছিল বিজেপি। এবার সেই সংখ্যা অনেক বাড়বে বলে দাবি করছেন বিজেপি নেতারা। বিজেপির দাবি, সংখ্যালঘুদের মানুষরা নিজেদের ভুল বুঝতে পারছে। তৃণমূল তাদের সিএএ-র নামে মিথ্যে ভয় দেখাচ্ছে। সেটা সংখ্যালঘুরা বুঝতে পেরেছে। অন্যদিকে শাসক দল তৃণমূলের দাবি, প্রথম থেকেই সংখ্যালঘুরা তৃণমূলের সঙ্গে ছিল। আগামীদিনেও তাঁরা তাঁদের সঙ্গে থাকবেন। তৃণমূল সরকার তাদের পাশে বিগত দিনেও ছিল। আগামীতেও অন্য কেউ নয় তৃণমূল তাদের পাশে থাকবে। তাই কার কি মনে হচ্ছে তাতে কিছু যায় আসে না।সংখ্যালঘুদের নিয়ে দড়ি টানাটানি করতে পিছিয়ে নেই বামেরাও। বাম প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত জানিয়েছেন বিগত দিনে সংখ্যালঘু ভোট বামফ্রন্টে ছিল, আগামীদিনেও থাকবে। এমনকি দাবি করেন বামফ্রন্টের যে ভোট বিজেপিতে গিয়েছিল সেগুলিও এবার তাঁদের ঘরে ফিরবে বলে। যদিও শেষ পর্যন্ত দেখার বালুরঘাট কী বলে? অপেক্ষা ৪ জুন ফল প্রকাশের।