শাসক দল দিন বনধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল সমর্থকরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর জি কর ইস‍্যুকে কেন্দ্র করে বুধবার ১২ ঘন্টা বাংলা বনধ ডাক দিয়েছে বিজেপি। আর এই বনধ সফল করতে সকাল থেকেই নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। শাসক দল এই দিন বনধের বিরুদ্ধে মিছিল করেছে তৃণমূল কর্মী সমর্থকরা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন মেদিনীপুর পৌরসভা পৌর প্রধান সৌমেন খান। মিছিলে শেষে বলেন সৌমেন খান অফিস স্কুল কলেজ সব খোলা থাকছে সব জায়গায় আমাদের তৃণমূল কর্মী, সমর্থকরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা। যে কোন প্রকারের তাদের এই বনধকে সমর্থন করেনি পশ্চিম মেদিনীপুরের মানুষ । সকাল থেকে বিজেপি কর্মীদেরকে দেখা যায়নি তারা বাড়ির মধ্যে লুকিয়ে গেছে। তারা বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মানুষ তাদেরকে সমর্থন করবে না। উল্লেখ্য ২০১১ সালের রাজ্যে রাজনৈতিক পালাবো দলের পর থেকেই এ রাজ্যে বনধের পলিটিক্স কার্যত উঠে গেছে। কোন বিরোধী দলই বনধ করে সাফল্য পাইনি। এবার বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধ কে মানুষ ব্যর্থ করেছে বলে দাবি তৃণমূলের।