বেঙ্গালুরুতে মহিলাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গণধর্ষণ!
নিজস্ব সংবাদদাতা : বেঙ্গালুরুর কেআর মার্কেট এলাকায় ১৯শে জানুয়ারী রবিবার রাতে ৩৭ বছর বয়সী এক মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা ওই মহিলা তামিলনাড়ুর বাসিন্দা। ঘটনার দিন রাত প্রায় ১১:৩০টার সময় গোডাউন স্ট্রিট এলাকায় তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, ভুক্তভোগীকে একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।