হাসিনার রায়ের আগেই জ্বলছে বাংলাদেশ!

ঢাকা, জাকির হোসেন: সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়দান করা হবে।রবিবার ও সোমবার বাংলাদেশ শাটডাউনের ডাক দিয়েছে হাসিনার নিষিদ্ধ হয়ে যাওয়া দল আওয়ামী লিগ।

গতকাল রাতভর বিক্ষোভ, হামলা চলে। ঢাকা থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়ায় সাতটি বাস, ভ্যান ও অ্যাম্বুল্যান্সে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু শেখ হাসিনা নন, এই মামলায় বাকি দুইজন অভিযুক্ত হলেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যদিও প্রাক্তন পুলিশকর্তা এই মামলায় রাজসাক্ষী হয়েছেন।