বাংলাদেশে নির্বাচনের আগে ব্যাংকারদের বিদেশযাত্রায় কড়াকড়ি কেন্দ্রীয় ব্যাংকের!

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব পর্যায়ের আধিকারিকদের বিদেশ ভ্রমণের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক, সিইও-সহ সব আধিকারিক “একান্ত প্রয়োজন” ছাড়া বিদেশে যেতে পারবেন না।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর আওতায় জারি করা ওই নির্দেশনায় কোন ভ্রমণকে ‘অত্যাবশ্যক’ মনে করা হবে, তা স্পষ্ট করা হয়নি। ফলে ব্যাংকিং মহলে এই কড়াকড়ি নিয়ে আলোচনার ঝড় উঠেছে।