হাসিনার প্রত্যর্পণে দিল্লির সাড়া পাবার অপেক্ষায় ঢাকা, পাঠাবে রিমাইন্ডার!

ঢাকা, জাকির হোসেন: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার আবেদন জানাল বাংলাদেশের অন্তর্বতী সরকার। ভারত সরকারের কাছে একটি কূটনেতিক নোট পাঠিয়েছে অন্তর্বতী সরকার। শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে পাঠানো সোমবারের কূটনৈতিক চিঠির বিষয়ে কোনো সাড়া না পেলে, দেশটির সরকারকে রিমাইন্ডার পাঠাবে ঢাকা৷ "আমরা এখনও ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাইনি। আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো উত্তর না পাই, তবে আমরা রিমাইন্ডার পাঠাব," মঙ্গলবার দুপুরে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে এক সংবাদ সম্মেলনে মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই মন্তব্য করেন। সোমবার, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনের মাধ্যমে এর বিদেশ মন্ত্রক ভারত সরকারের কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়ে সেখানে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারিক কার্যক্রমের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ জানায়। এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, দিল্লির উত্তর পাওয়ার ওপর নির্ভর করবে ঢাকার পরবর্তী পদক্ষেপ। "আমরা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না বা পরিস্থিতি নিয়ে অনুমান করতে চাই না।" অন্যদিকে, ভারতের বিদেশ মন্ত্রক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে৷ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসজুড়ে চলা ছাত্রজনতার গণআন্দোলনে সংঘটিত হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সহ ১০০টিরও বেশি মামলা রয়েছে৷ এই আন্দোলনের মুখেই গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ হতে ইস্তফা দিয়ে ভারতে চলে যান হাসিনা৷ বাংলাদেশ ও ভারত ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে, যা ২০১৬ সালে সংশোধিত হয়। এই চুক্তি এমন অনুরোধের জন্য একটি আইনগত কাঠামো প্রদান করে।