‘হাসিনাকে ফেরত দিন’—ভারতকে নতুন করে চিঠি ঢাকার...
ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ফের নতুন একটি চিঠি পাঠিয়েছে। মানবতাবিরোধী অপরাধে জুলাই বিদ্রোহ-পরবর্তী বিচারিক রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন৷ রবিবার বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, চিঠিটি গত শুক্রবার ভারতের কাছে পাঠানো হয়েছে। গত সোমবার ঢাকাভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ে শেখ হাসিনা এবং তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড, আর প্রাক্তন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, যিনি রাষ্ট্রপক্ষে সাক্ষী হয়েছিলেন, তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঢাকার পক্ষ থেকে বলা হচ্ছে, অপরাধ সংঘটিত হয়েছে গত জুলাইয়ের গণঅভ্যুত্থান চলার সময় এবং সে সময়কার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতেই এ মামলা।