আবারও বঙ্গবন্ধুর 'ধানমন্ডি ৩২' বাড়িতে মব আক্রমণের চেষ্টায় দাঙ্গা, পুলিশ–সেনার সাউন্ড গ্রেনেড–লাঠিচার্জ!
ঢাকা, জাকির হোসেন: সোমবার আবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডি–৩২ বাড়ি ভাঙতে আসা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনা লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। ঢাকার রমনা জোন পুলিশের ডিসি মাসুদ আলম বলেন, “প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে।”বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পক্ষেরই বহুজন আহত হন। পাশের পান্থপথ এলাকায় ছাত্ররা আবার সংঘবদ্ধ হলে সেখানে টিয়ার গ্যাস ছোড়া হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়।সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। “খুনি হাসিনার ফাঁসি চাই” স্লোগান তুলতে থাকেন। তারা পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। দুপুর ২টা ৪৫ মিনিটে আইনশৃঙ্খলা বাহিনী খানিকটা পিছু হটলেও পরে আবার নিয়ন্ত্রণ নেয়। প্রতিবাদকারীরা দুটি বুলডোজারও নিয়ে আসে৷ যাত্রাবাড়ির সাঈদ নামের এক বিক্ষোভকারী বলেন,“আজ হাসিনার রায়। আমরা এসেছি ফ্যাসিস্ট হাসিনার শেষ চিহ্নও মুছে দিতে।” ছাত্ররা বিকেলে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা করলে সেনা–পুলিশ পুরো এলাকা সিল করে দেয়।ফেব্রুয়ারিতেও একইভাবে একদল বিক্ষোভকারী বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী ঐতিহাসিক এই বাড়ির অংশ ভেঙে আগুন ধরিয়ে দেয়।