বাংলাদেশের নওগাঁ জেলায় নিখোঁজ থাকার সাত দিন পর এক হিন্দু কলেজ পড়ুয়ার মৃতদেহ!

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশে নিখোঁজ হিন্দু কলেজ পড়ুয়ার রহস্য মৃত্যু, সাত দিন পর নদী থেকে উদ্ধার দেহ।মৃত ছাত্রের নাম অভি। তিনি নওগাঁর একটি সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের দাবি, গত ১১ জানুয়ারি পারিবারিক বিবাদের জেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যান অভি। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছিল না।ছেলের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও আত্মীয়স্বজন টানা এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় খোঁজ চালান। পরে নওগাঁ শহরের কালীতলা শ্মশানঘাটের কাছে একটি নদীতে ভাসমান দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহের পরনে থাকা পোশাক দেখে অভিকে শনাক্ত করেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি কোনও অপরাধমূলক ঘটনার ফল সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়নি।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও এখনও পর্যন্ত অভির মৃত্যুকে কোনও সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে যুক্ত করা হয়নি, তবুও সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের ধারাবাহিক ঘটনায় এই মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। ততদিন পর্যন্ত এক তরুণ ছাত্রের অকাল ও রহস্যজনক মৃত্যুকে ঘিরে শোক ও উৎকণ্ঠার আবহে রয়েছে গোটা এলাকা।