এক মাসের মধ্যে হাসিনার ফাঁসি কার্যকরের দাবি জুলাই আন্দোলনের নেতা !

ঢাকা, জাকির হোসেন: ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন—শেখ হাসিনার মৃত্যুদণ্ড “এক মাসের মধ্যেই” কার্যকর করতে হবে।সোমবার বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়। দু’জনই ভারতে আছেন৷নাহিদ বলেন, “হাসিনা একজন খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট। এই রায় সব স্বৈরশাসকদের জন্য বার্তা।” তিনি আরও বলেন, তাঁকে “এক মাসের মধ্যেই” ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।তিনি দাবি করেন—গত ১৬ বছরে আওয়ামী লীগের সব অপরাধের বিচারও শুরু হওয়া উচিত।শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন।