কোনও অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ইসকনের শ্যাম দাস প্রভুকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : সূত্রের খবর কোনও অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাঁকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। এই ভাবে কাউকে গ্রেফতার করলে বা আটকে রাখলে অবশ্য পরে ছেড়ে দিতে হয়।জানা গিয়েছে, শনিবার চট্টগ্রাম থেকে সন্ন্যাসী শ্যামদাসকে গ্রেফতার করা হয়। জেলে চিন্ময়কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময়ই গ্রেফতার করা হয় তাঁকে। শ্যামদাসকে গ্রেফতারের ওয়ারেন্ট পর্যন্ত পুলিশের কাছে ছিল না বলে অভিযোগ। বাংলাদেশের ভৈরবে ইসকনের আরও একটি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। এক্সবার্তায় রাধারমন দাস লিখেছেন, আজ চট্টগ্রাম পুলিশ শ্যামদাস প্রভু নামে আরেকজন ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে কোনও পরোয়ানা ছাড়াই। তিনি আরও লিখেছেন, তাঁকে দেখতে কি জঙ্গিদের মতো? নিরীহ ব্রহ্মচারীদের এভাবে গ্রেফতার করা অত্যন্ত বেদনাদায়ক ও বিরক্তিকর। ফ্রিইসকনমঙ্কস বাংলাদেশ নামে হ্যাশট্যাগ দিয়ে তিনি এই পোস্ট করেন। একইসঙ্গে ভৈরবে অবস্থিত আরও একটি ইসকনের কেন্দ্রে ভাঙচুরের ভিডিও পোস্ট করেছেন রাধারমন। যেখানে ক্যাপশনে লেখা আছে, কোনও বিরাম চোখে পড়ছে না।
এদিকে, বাংলাদেশে আপামর হিন্দুদের উপর নির্যাতন ও প্রতিষ্ঠানের উপর হামলা-আইনি পদক্ষেপের প্রতিবাদে আগামিকাল, ১ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রার্থনা, কীর্তন, ধর্মসভা করতে চলেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাশনেস (ISKCON) শনিবার সকালে ইসকনের কলকাতা কার্যালয় থেকে প্রতিষ্ঠানের মুখপাত্র রাধারমন দাস এক এক্সবার্তায় একথা লিখেছেন।