বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে ইসলাম অবমাননার দায়ে হত্যা করে, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ!

ঢাকা, জাকির হোসেন: ঘটনাটি ঘটেছে ১৮ ডিসেম্বর বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টা নাগাদ, ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। বিভিন্ন শহরে হচ্ছে বিক্ষোভ। এরই মাঝে আবার ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ময়মনসিংহে। ঘটনায় মৃতের নাম দীপু চন্দ্র দাস।

মৃতের নাম দীপু চন্দ্র দাস

ঘটনাটি ঘটেছে ১৮ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৯টা নাগাদ, ময়মনসিংহের ভালুকা উপজেলায়। মৃত দীপু তারাকান্দা উপজেলার বাসিন্দা। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিক ছিলেন। সেই কারখানাতেই নাকি পিটিয়ে খুন করা হয় দীপুকে।দীপুর মৃতদেহ এরপর ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে নিয়ে যায়। সেখানে রাস্তার পাশে তাঁর মৃতদেহ ফেলে রেখে তাতে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনার জেরে রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে। এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে অনেকক্ষণ পরে যায়। বাংলাদেশে 'মব সংস্কৃতি' ক্রমেই আরও ভয়াবহ আকার ধারণ করছে। এছাড়া সেই দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারও থামছে না। ময়মনসিংহের এই ঘটনা তারই উদাহরণ।

তাসলিমা নাসরিন ছাড়াও ভারতের অনেক বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লয়েন্সারটা এসব ভিডিও শেয়ার করছে।