যোগাসনে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুরের টিনা খাতুন!

নিজস্ব সংবাদদাতা : জাতীয় স্তরে সোনার পদক পেয়ে যোগাসনে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুরের টিনা খাতুন। যোগাসনা ভারত আয়োজিত মহারাষ্ট্রের নাসিকে অনুষ্ঠিত এই ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ প্রতিযোগিতায় ব্যাক বেন্ডিং ইভেন্টে দেশের সবকটি রাজ্যের প্রতিনিধিদের পিছনে ফেলে সোনার পদক ছিনিয়ে নেন টিনা। এবার ভারতের হয়ে যোগাসনে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুরের এই মেয়ে। শুধু তাই নয়, একই প্রতিযোগিতায় আর্টিস্টিক সিঙ্গল ইভেন্টে রাজ্যের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক পেয়েছে বিষ্ণুপুরের মড়ার ১ নম্বর ক্যাম্পের বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্রী সম্পূর্ণা শীল। মহারাষ্ট্রের ধ্রুব গ্লোবাল স্কুল নাসিকে এই প্রতিযোগিতায় অল বাঁকুড়া যোগাসনা স্পোর্টস্ অ্যাসোসিয়েশনের ও অল বেঙ্গল যোগাসনা অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সিনিয়র বি গার্লস গ্রুপে ব্যাক বেণ্ডিং ইভেন্টে গোল্ড মেডেল পেলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর টিনা খাতুন।

এই দু'জনের সাফল্যে তাঁদের পরিবার ও এলাকাবাসী ভীষণ খুশি। বাঁকুড়া যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপ্তাম্বর হালদার বলেন, রাজ্যস্তর পেরিয়ে আমাদের জেলা থেকে জাতীয় স্তরে দু'জন প্রতিযোগী সাফল্য পেয়েছে। ২০২৬ সালে যোগাসনে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হবে। তাতে বিভিন্ন ইভেন্টে জাতীয় স্তরের সোনাজয়ী প্রতিযোগীরা সবাই অংশ নেবে। তার মধ্যে আমাদের জেলার টিনা খাতুন ট্রায়ালের জন্য মনোনীত হয়েছে। প্রথমবারের বিশ্বকাপে আমাদের জেলা থেকে একজন প্রতিযোগী অংশ নিচ্ছে। টিনা খাতুন বলেন, ছোট থেকেই কোতুলপুরের ইলেভেন বুলেট ক্লাবে অনুশীলন করছি। জাতীয় স্তরে সাফল্য পেয়ে ভালো লাগছে। আগামী বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেব।